বন্দরে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আনিস (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আনিস বন্দর থানার উত্তর লক্ষনখোলা এলাকার পীর মোহাম্মদ মিয়ার ছেলে।
ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ- পরিদর্শক ফয়েজ হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক কারবারি বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৭(৫)২৪।
ধৃত মাদক কারবারিকে সোমবার (৬ মে) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত রোববার (৫মে) রাতে বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ কামাল উদ্দিনের মোড়স্থ বার্গার বাড়ী খাবারের দোকানের সামনে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।