নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪

কাউন্সিলর নূর উদ্দিন মিয়ার উদ্যোগে ৪নং ওয়ার্ডে পানি ও স্যালাইন বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:২৭, ২ মে ২০২৪

কাউন্সিলর নূর উদ্দিন মিয়ার উদ্যোগে ৪নং ওয়ার্ডে পানি ও স্যালাইন বিতরণ

তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত। কোথাও যেন স্বস্তি নেই। এ অবস্থায় সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণের উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো: নূর উদ্দিন মিয়া। 

বৃহস্পতিবার (২ মে) দুপুরে ৪ নং ওয়ার্ডের শিমরাইল টেকপাড়া এলাকাস্থ কাউন্সিলর কার্যালয়ের সামনে থেকে এ কার্যক্রমটি শুরু করা হয়। 

পরে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জনসাধারণের মাঝে এ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়। তা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে কাউন্সিলর বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মো: নিজাম উদ্দিন, সালামত উল্লাহ, ওমর ফারুক ও কাউন্সিলরের সচিব ইমরানসহ প্রমূখ।

এসময় নাসিক ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মো: নুর উদ্দিন মিয়া তার প্রতিক্রিয়ায় জানান, সারাদেশে তীব্র তাপদাহে জনজীবন বিপন্ন হওয়ার পথে। এ অবস্থায় ওয়ার্ডবাসীকে স্বস্থি দিতে আমার ক্ষুদ্র এই অপপ্রয়াস।

সমাজের যারা সামর্থ্যবান রয়েছেন তারা যেনো যার যার এলাকায় সম্ভব হলে সাধারণ মানুষদের জন্য বিশুদ্ধ পানি ও স্যালাইন পানের ব্যবস্থা করেন সেই আহ্বান জানাচ্ছি।
 

সম্পর্কিত বিষয়: