নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৫ ডিসেম্বর ২০২৪

জৈনপুর ওহীর পথ ইসলামি দাওয়া সেন্টার কর্তৃক ঈদ সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:৩৯, ৯ এপ্রিল ২০২৪

জৈনপুর ওহীর পথ ইসলামি দাওয়া সেন্টার কর্তৃক ঈদ সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন জৈনপুর ওহীর পথ ইসলামি দাওয়া সেন্টার।

মঙ্গলবার দুপুরে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামে অবস্থিত ওহীর পথ ইসলামি দাওয়া সেন্টারের পক্ষ থেকে প্রায় ২৫০ পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। 

জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারও  ওহীর পথ ইসলামি দাওয়া সেন্টার পরিচালকদের নিজস্ব যাকাত ও ফিতরার কালেকশন থেকে এই  উদ্যোগ গ্রহণ করা হয়েছে।  

ঈদের এই উপহার প্যাকেজে ছিল ৩ কেজি চাল, হাফ কেজি সেমাই ও হাফ কেজি চিনি।

সম্পর্কিত বিষয়: