নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৫ ডিসেম্বর ২০২৪

বন্দরে ইয়াবাসহ টোকন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০৩, ২৯ মার্চ ২০২৪

বন্দরে ইয়াবাসহ টোকন গ্রেপ্তার

বন্দরে  ৬৪ পিছ ইয়াবা  ট্যাবলেটসহ টোকন (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে  ধামগড় ফাঁড়ি পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী টোকন বন্দর থানার বঙ্গশাসন এলাকার  মৃত আব্দুল  বাতেন মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃতকে শুক্রবার ( ২৯ মার্চ)  দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে।

এর আগে গত বৃহস্পতিবার (২৮ মার্চ)  রাত ১০টায় বন্দর বন্দর থানার মদনপুর ছোটবাগস্থ সুলতানা দাদা স্টোর এর সামনে থেকে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

ইয়াবা ট্যাবলেট  উদ্ধারের ঘটনায় ধামগড় ফাঁড়ি এসআই ফরহাদুজ্জামান বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং ৩৯(৩)২৪।

থানা  সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ী টোকন দীর্ঘ দিন ধরে বন্দরে বঙ্গশাসন এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখিত  মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।