নারায়ণগঞ্জ বন্দরে পরিকল্পিত ভাবে দলবদ্ধ হয়ে অস্ত্রের মহড়া দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে অরাজকতা সৃষ্টি করার সময় দেশীয় অস্ত্রসস্ত্রসহ ৫ যুবকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ সিপিসি নারায়নগঞ্জ সদর। ওই সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২টি স্টিলের তৈরি চাকু, একটি স্টিলের তৈরি নাকোল ডাসা ও ২টি লোহার পাইপ উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার বঙ্গশাসন এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে রানা (২৩) একই থানার হরিপুর এলাকার রোমান মিয়ার ছেলে আশরাফুল হোসেন ওরফে আসিফ (১৮) বন্দর থানার চাপাতলী এলাকার জাহের মিয়ার বাড়ি ভাড়াটিয়া খলিল মিয়ার ছেলে সোহাগ (১৮) একই এলাকার আমজাদ মিয়ার ছেলে আকাশ (১৮) ও বন্দর থানার হরিপুর এলাকার ইসমাইল হোসেনর ছেলে রাকিব (১৫)। r
দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় র্যাব-১১ ডিএডি/ বিজেও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ছালিক আহাম্মেদ বাদী হয়ে সোমবার গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্রসস্ত্রের মহড়া ও অরাজকতা সৃষ্টি অপরাধে বন্দর থানায় এ মামলা রুজু করেন। যার মামলা নং- ২৪(৩)২৪ ধারা- ৪(১)৫ আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ ( দ্রুত বিচার) (সংশোধন)আইন, ২০১৯।
গ্রেপ্তারকৃতদের সোমবার (১৮ মার্চ) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে সোমবার (১৮ মার্চ) রাত ১২টা ৫০ মিনিট বন্দর থানার ২৭ নং ওয়ার্ডের বঙ্গশাসনস্থ সুলতান ওয়েল মিলের সামনে পাঁকা রাস্তার অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ উল্লেখিতদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
জানা গেছে, র্যাব-১১ সিপিসি নারায়নগঞ্জ সদর এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ছালিক আহম্মেদসহ সঙ্গীয় র্ফোস বন্দর থানার মদনপুর বাসস্ট্যান্ডে টহল ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় দুষ্কৃতকারী পরিকল্পিত ভাবে ছিনতাই ও চাঁদা দাবির উদ্দেশ্য দলগত ভাবে শক্তি মহড়া দেওয়ার জন্য বন্দর থানার ২৭ নং ওয়ার্ডের বঙ্গশাসনস্থ সুলতান ওয়েল মিলের সামনে পাঁকা রাস্তার উপর অবস্থান করছে। পরে বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষকে অবগত করে দ্রুত ঘটনাস্থলে এসে উল্লেখিত দেশীয় অস্ত্রসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।