যুবলীগ নেতা এহসানুল হক নিপুর পক্ষে বন্দরের একরামপুর আরসিম জামে মসজিদে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মার্চ) বাদ আছর যুবলীগ নেতা মাইকেল বাবুর উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধুর রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আরসিম জামে মসজিদের ইমাম মাহবুব আলম সিদ্দিকী। দোয়ায় অংশ গ্রহণ করেন ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, শামীম, বোরহান, মোক্তার হোসেন, সুরুম মিয়া, হাবীব, হাবিবুর রহমান, ফজলু ভ’ইয়া, রবি ভূইয়া, যুবলীগ নেতা শফিকুল ইসলাম, সালাম, সাজু, সাজ্জাদ আহাম্মেদ রাব্বি ও কবির প্রমুখ।