নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে বিনামূল্যে সরবরাহকারী ঔষধ বিক্রির উদ্দেশ্যে রাখার অপরাধে দুটি ফার্মেসিকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। ফার্মেসি দুটি হলো- আলী আকবর মেডিসিন হাউজ ও মা ফার্মেসি ।
এ দুটি প্রতিষ্ঠানকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের বিচারক নারায়ণগঞ্জ জেলা সহকারী অফিসার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লাইলাতুল হোসেন। এসময় কিছুসংখ্যক ঔষধ জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে চিটাগাংরোডস্থ হালিমা শপিং মার্কেটে ভ্রাম্যামন আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সহায়তা করেন জেলা পুলিশের একদল সদস্য।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট লাইলাতুল হোসেন জানান, যেসকল ঔষধ বিনা মূলে সরবরাহ করা হয় সেগুলো বিক্রির উদ্দেশ্যে রাখার অপরাধ দুটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পাশাপাশি তাদের সতর্ক করে দেওয়া হয়েছে যে ভবিষ্যতে তারা যেনো এমন কাজ থেকে বিরত থাকে।