নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:৪৮, ১০ মার্চ ২০২৪

ফতুল্লায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

 নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মুন্সিগঞ্জ সদর থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মামুন মাতব্বর (৩৬) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। 


রবিবার (১০ মার্চ) মাসদাইর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. এামুন মুন্সিগঞ্জ জেলার সদর থানার পশ্চিম কাজী কসবা গ্রামের চান মিয়া মাতব্বরের ছেলে। 

র‌্যাব জানায়, মামলা হওয়ার পর হতে আসামি মামুন আইনশৃংখলা বাহিনীর নজরদারীর বাহিরে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায় এবং দীর্ঘ দিন পলাতক থাকে। 

পরবর্তীতে তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারী পরোয়ানা ইস্যু করলে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে। 

 র‌্যাব আরও জানায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সিগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।