আসন্ন বন্দর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মাকসুদ হোসেনের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) বিকেল ৪টায় বন্দর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বালুচর জামে মসজিদ সংলগ্ন বালুর মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মাকসুদ হোসেন বলেন, বালুর চরে আমার প্রথম উঠান বৈঠক হয়েছে। নির্বাচনে কামিয়াব হলে বালুর চরে প্রথমে আসব। বালুর চরে আমার কম আসা হয়। নির্বাচনে প্রার্থী হওয়ার কারনে এখন বালুর চরে বার বার আসতে হয়।
তিনি আরো বলেন, নির্বাচনে অংশ গ্রহন করছি উন্নয়ন করার জন্য। অন্য কিছু আশা নয়। উপজেলার মাধ্যমে আমার ইউনিয়নে ২ টাকার কাজ হয়নি। এ জন্য আমি নির্বাচনে অংশ গ্রহন করছি উপজেলা বরাদ্দকৃত অর্থ কোথায় যায় তা জানার জন্য।
বন্দর বালুর চর পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন উল্লেখিত পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক নবী হোসেন, সমাজ সেবক সুরুজ মিয়া, গিয়াস উদ্দিন, সুফিয়ান, বেজেরগাও এলাকার সমাজ সেবক জাহাঙ্গীর মাষ্টার, সাবেক মেম্বার তাহের আলী, মুছাপুর এলাকার সমাজ সেবক হাজী মোশাররফ হোসেন, ডাঃ নাজির কলাগাছিয়া ইউনিয়নের সমাজ সেবক ফয়েজ আহাম্মেদ ও এরশাদ প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচলনা করেন স্থানীয় জামে মসজিদের ইমাম ও খতিব মোহাম্মদ নাছির উল্ল্যাহ।