নারায়ণগঞ্জের সদর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৩৭ বোতল ফেনসিডিলসহ আব্দুল জলিল (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া।
এরআগে, সোমবার অভিযান পরিচালনা করে লোহার তৈরি চারটি ছোট বড় রোলারের ভিতর অভিনব কৌশলে রক্ষিত অবস্থায় ওই ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তার আব্দুল জলিল শরীয়তপুরের গোসাইরহাটের সাইখ্যা এলাকার মো. মহিউদ্দিন সরদারের ছেলে।
র্যাব জানায়, আব্দুল জলিল পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে বিশেষ কৌশল অবলম্বন করে ফেনী জেলা থেকে ফেনসিডিল এনে নারায়ণগঞ্জসহ দেশে বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।