নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৫ জানুয়ারি ২০২৫

সোনারগাঁয়ে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:০১, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

সোনারগাঁয়ে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে অভিযান চালিয়ে প্রায় দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার কাঁচপুর ও সাদিপুর ইউনিয়নে এ অভিযান চালানো হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার তামশিদ ইরাম খান ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদ এ অভিযানে নেতৃত্ব দেন। 

এ সময় উপস্থিত ছিলেন- ডেপুটি ম্যানেজার রিফাত আব্দুল্লাহ, সহকারী প্রকৌশলী রিয়াজুল ইসালম, উপ-সহকারী প্রকৌশলী শাহিনসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

এরশাদ মাহমুদ বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে কাঁচপুর ও সাদিপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় প্রায় দুই কিলোমিটার পাইপ ও দেড় হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ছাড়া খুলে নেওয়া হয় অবৈধ রাইজার ও নিম্নমানের বিভিন্ন ফিটিংস পাইপ।