নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৫ ডিসেম্বর ২০২৪

বন্দরে ৪ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৫৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

বন্দরে ৪ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ( ঢাকা মেট্রো- ব- ১৪-৪৬৬২)  অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ রোহিঙ্গা মো. হোসাইন (২২) নামে এক  রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী  হোসাইন সুদূর কক্সবাজার জেলার টেকনাফ থানার ক্যাম্প নং- ২৪ লেদা এলএমএক্স, ব্লক-ই রুম নং- ১৯৬ এর শরণার্থী ও লাল মিয়ার ছেলে।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরেরে উপ-পরিদর্শক ইকবাল আহম্মেদ দিপু সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার (১৯ ফেব্রয়ারি)  ভোর  ৫ টার দিকে বন্দর থানার মদনপুরস্থ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের রাফি ফিলিং স্টেশনের সামনের রাস্তায় শ্যামলি পরিবহন নামের যাত্রীবাহী বাসে অভিযান চালায়। এসময় ওআ ইয়াবাসহ মো. হোসাইন কে গ্রেপ্তার করা হয়।  


এ বিষয়ে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক আইনে বন্দর থানায় মামলা দায়ের করেছে।