নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় সবজি বিক্রেতার মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১২:৫৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় সবজি বিক্রেতার মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় মো. মজনু মিয়া (৪৮) নামে এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ ফেব্রয়ারি) দিবাগত রাত ৯ টার দিকে আদমজী-নারায়ণগঞ্জ নাগিনা জোহা মহা সড়কের শিমুলপাড়া পূর্ব মুনলাইট এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় জনতা অটোচালক শাওন (১৮) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহত মজনু পূর্ব শিমুলপাড়া আইলপাড়া এলাকার আরশাদ আলীর ছেলে। আটক শাওন (১৮) একই এলাকার মোশারফ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের আহবায়ক লিটন আহমেদ জানান, নাগিনা জোহা সড়ক পার হওয়ার সময় দ্রতগামী একটি ইজিবাইক ধাক্কা দিলে মজনু ছিটকে গিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক এর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।