শীতলক্ষ্যা নদী থেকে আনুমানিক ৬০ বছরের একজন অজ্ঞাত বৃদ্ধর লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর উপজেলার বরফকল ঘাট এলাকার আকিজ সিমেন্ট কারখানার পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।
নৌ-পুলিশের উপ-পরিদর্শক মো. সবুজ মিয়া জানান, নদীতে একটি লাশ ভেসে উঠার খবর পেয়ে সেখানে যাই। পরে লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠাই।
তিনি আরো জানান, লাশের সঙ্গে একটি মুঠো ফোন উদ্ধার করা হয়। ফোনে বিভিন্ন যোগাযোগের নম্বরে কল দিয়ে নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।