নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৫ ডিসেম্বর ২০২৪

সামছুদ্দীন শাহ বোগদাদী (রাঃ) এর  বাৎসরিক ওরশ মোবারক শুরু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪১, ১৪ ফেব্রুয়ারি ২০২৪

সামছুদ্দীন শাহ বোগদাদী (রাঃ) এর  বাৎসরিক ওরশ মোবারক শুরু

সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ সামছুদ্দীন শাহ বোগদাদী (রাঃ) এর ৭০তম বাৎসরিক ওরশ মোবারক শুরু হয়েছে। 

বুধবার (১৪ ফেব্রুয়ারী) দুপুর ১২টা ১মিনিটে শীতলক্ষ্যা সাবেক বাটা কোম্পানী মাঠে অবস্থিত মাজার শরীফ গোসল, গিলাফ চড়ানো, মিলাদ ও মোনাজাতের মাধ্যমে ৮ দিন ব্যাপী এই ওরশ মোবারকের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এ সময়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দরবারের গদীনশীন খাদেমুল গোলাম মোহাম্মদ হোসাইন হ্যাপী।

উপস্থিত ছিলেন দরবারের সাধারণ সম্পাদক মো. মাসুম, সহ-সভাপতি মো. নাজির, মো. জসিম উদ্দিন, ক্যাশীয়ার মো. শরীফ খান, আপ্যায়ন সম্পাদক মো. মামুন, প্রচার সম্পাদক জয়নাল মাতবর, আবুল ঘটক, হানিফ মাতবর সহ কমিটির অন্যান্য সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ ওরশ মোবারক ১৪ ফেব্রুয়ারী শুরু হয়ে আগামী ২১ ফেব্রুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত বিষয়: