বন্দরে রফিকুল ইসলাম (২২) নামে এক হতাশাগ্রস্থ যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। আত্মহত্যাকারি যুবক রফিকুল ইসলাম নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার চৈতনকান্দা এলাকার জাকির হোসেন মিয়ার ছেলে।
এ ঘটনায় আত্মহত্যাকারী যুবকের বড় ভাই সুফিয়ান বাদী হয়ে গত সোমবার (১২ ফেব্রুয়ারী) রাতে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করে। যার অপমৃত্যু মামলা নং- ৪ তাং- ১২-২-২০২৪ইং।
এর আগে গত রোববার (১১ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় বন্দর থানার র্যালী আবাসিক এলাকা মসজিদ গল্লিস্থ জনৈক হুমায়ন মিয়ার ভাড়াটিয়া বাড়িতে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।
জানা গেছে, আড়াইহাজার থানার চৈতকান্দা এলাকার জাকির হোসেন মিয়ার ছেলে রফিকুল ইসলামসহ তার পরিবার দীর্ঘ দিন ধরে বন্দর থানার র্যালী আবাসিক এলাকার জনৈক হুমায়ন মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস আসছিল।
এর ধারাবাহিকতায় গত ৮ ফেব্রুয়ারী বিকেল ৩টায় হতাশাগ্রস্থ যুবক রফিকুল ইসলাম সকলের অগচরে ঘুমের ঔষধ সেবন অচেতন হয়ে পরে। বাড়ি লোকজন টের পেয়ে রফিকুলকে মুুমুর্ষ অবস্থায় উদ্ধার করে নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে তার ভাড়াটিয়া বাড়িতে নিয়ে আসে।
পরবর্তী সময় গত রোববার (১১ ফেব্রুয়ারী) বিকেলে ৩টা ১০ মিনিটে উল্লেখিত ভাড়াটিয়া বাড়ি ফ্যানের আংটার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা চেষ্টা করে। পরে বাড়ি লোকজন ডাকাডাকি করে কোন সারা শব্দ না পেয়ে দরজা সিটকিনি ভেঙ্গে ভিতরে প্রবেশ করে রফিকুলকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢামেক হাসপাতালে রের্ফাড করে। পরে সেখানে চিকিৎসারত অবস্হায় একই রাত ৫টায় উল্লেখিত যুবক মৃত্যুবরণ করে।
এ ঘটনার খবর পেয়ে ঢাকা শাহাবাগ থানা পুলিশ উল্লেখিত হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে বন্দর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। সে সাথে পুলিশি তদন্ত অব্যাহত আছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে আত্মহত্যার কারণ জানা যাবে।