শাহ সিমেন্ট কোম্পানি পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে বন্দরে বীরমুক্তিযোদ্ধা এ.কে.এম নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতুর রেলিংয়ে ধাক্কা দিয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে। তবে এ ঘটনায় আহত বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
সড়ক দুর্ঘটনার খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে দূর্ঘটনা কবলিত পাথর বোঝাই ট্রাকটি আটক করে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উল্লেখিত ব্রীজে এ দূর্ঘটনাটি ঘটে।
সরজমিনে ঘুরে জানাগেছে, শহরের চর সৈয়দপুরস্থ শাহ সিমেন্ট কোম্পানি চালক আহসান হাবিব বৃহস্পিতবার দুপুরে ঢাকা মেট্রো উ ১২- ৪০৪৮ নাম্বারের একটি ট্রাকে পাথর বোঝাই করে সোনারগাঁ থানার মোগড়াপাড়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়।
পরে পাথর বোঝাই ট্রাকটি বন্দরে মদনগঞ্জস্থ বীরমুক্তিযোদ্ধা এ,কে,এম নাসিম ওসমান সেতুর সামনে আসলে হঠাৎ উল্লেখিত ট্রাকের সামনে চাকা পানসার হয়ে গেলে গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে ব্রীজের রেলিংএ সজুড়ে ধাক্কা মারে।
এ ঘটনায় নব নির্মিত ব্রীজের রেলিং ভেঙ্গে গিয়ে ব্যাপক ক্ষতি সাধন হয়। দূর্ঘটনার খবর পেয়ে শীতলক্ষ্যা ব্রিজের টোল কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।