বন্দরে পরকীয়ার টানে ৩ সন্তানের জননী রোমানা (৩৫) নামে এক গৃহবধূ উধাও হওয়ার খবর পাওয়া গেছে। শুধু তাই নয় যাওয়া সময় ওই গৃহবধূ তার প্রবাসী স্বামীর জমি বিক্রি, বাসার জিনিসপত্রসহ ৪০ লাখ টাকা হাতিয়ে নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়।
এ ঘটনায় ভূক্তভোগী স্বামী মোফাজ্জল হোসেন বাদী হয়ে প্রতারক স্ত্রীর নামে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ছোনখোলা এলাকার দিল মোহাম্মদ এর পুত্র এর সঙ্গে একই এলাকার দেলোয়ার হোসেন এর মেয়ে রোমানার সঙ্গে মোফাজ্জল এর বিবাহ হয়। তার তিন কন্যা সন্তান রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন। প্রবাসে থাকাকালীন তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে পড়ে।
বিষয়টি জানতে পেরে সে দেশে ফিরে আসার খবর শুনে তার স্ত্রী জমি বিক্রি, বাসার জিনিসপত্রসহ ৪০ লাখ টাকা হাতিয়ে নিয়ে বাসা থেকে চলে যায়।
পরবর্তীতে খবর পেয়ে বন্দর শাহী মসজিদ এলাকায় এসে তার স্ত্রীকে বুঝিয়ে নিয়ে বাড়িতে রওনা দিলে সেখান থেকে স্ত্রী রোমানা কৌশলে পালিয়ে যায়।