নারায়নগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিনের আস্থাভাজন ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের বাড়িতে অভিযান চালিয়েছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় আকবর হোসেন বাড়িতে ছিলেন না। এসয় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানান, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফজলুল হক। তিনি বলেন ওই ইয়াবা আকবরের বাড়ির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এ নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, আকবর হোসেনের বাড়ীতে অভিযান পরিচালনা প্রায় ১০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
১০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে ফজলুল হক জানান, ১০ হাজার পিচ ইয়াবা উদ্ধারের তথ্য সঠিক নয়। ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী আকবর হোসেন, রোজিনাসহ একাধিক মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান পরিচালনা করি। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।