নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

বন্দরে গৃহবধূকে নির্যাতন, থানায় অভিযোগ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১৪, ২১ জানুয়ারি ২০২৪

বন্দরে গৃহবধূকে নির্যাতন, থানায় অভিযোগ

বন্দরে পারিবারিক কলহের জের ধরে ২ সন্তানের জননী রুপালী (৩৫) কে দুই দফা বেধড়ক ভাবে পিটিয়ে আহত করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

রোববার (২১ জানুয়ারি) ভূক্তভোগী গৃহবধূ পিতা অমর দাস বাদি হয়ে পাষান্ড জামাতা শুভাস চৌধুরী ও তার বড় বোন নীলা চৌধুরীকে আসামি করে বন্দর থানায় এ লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। 

নির্যাতিত গৃহবধূ রুপালী সুদূর কুমিল্লা জেলার তিতাস থানার গোপালপুর এলাকার অমর দাসের মেয়ে। এর আগে গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি)  রাত ১১ টায় ও গত শুক্রবার (১৯ জানুয়ারী)  সকাল ৭টায় বন্দর বাবুপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। 

জানা গেছে,  গত ১০ বছর পূর্বে কুমিল্লা জেলার তিতাস থানার গোপালপুর এলাকার অমর দাসের মেয়ে রুপালী সাথে বন্দর বাবুপাড়া এলাকার রাম কৃষ্ণ চৌধুরী ছেলে সুভাষ চৌধুরী হিন্দু ধর্ম রীতিনীতি মেনে সামাজিক ভাবে বিয়ে হয়। বিয়ের তাদের সংসারে ২টি পুত্র সন্তানের জন্ম হয়। 

বিয়ের ৫ বছর পর থেকে বদমেজাজী স্বামী সুভাষ দাস কারনে বা অকারনে রুপালীকে নানা ভাবে নির্যাতন করে আসছে।

এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে ও গত শুক্রবার সকালে পারিবারিক কলহের জের ধরে বদমেজাজী স্বামী ও তার বড় বোন নীলা চৌধুরী ক্ষিপ্ত হয়ে উল্লেখিত গৃহবধূকে বেদম ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে।