নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪

বন্দরে কলেজ ছাত্র জামিল নিখোঁজ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০০, ১৫ সেপ্টেম্বর ২০২৩

বন্দরে কলেজ ছাত্র জামিল নিখোঁজ

কলেজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে বন্দরে জামিল আমাম্মেদ (২০) নামে এক কলেজ ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

 

এ ঘটনায় নিখোঁজ ছাত্রের পিতা বাদী হয়ে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করেছেন। যার জিডি নং- ৭৬০ তাং- ১৫-৯-২৩ইং।

 

নিখোঁজ কলেজ ছাত্র জামিল আহাম্মেদ বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের সেনেরবাড়ি এলাকার সুলতান আহাম্মেদ মিয়ার ছেলে।

 

এর আগে গত বৃহস্পতিবার (১৪ সেপ্টম্বর) সকাল ৯টায় উল্লেখিত নিজ বাড়ি থেকে শহরের চাষাড়াস্থ সরকারি তোলারাম কলেজে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে ওই কলেজ ছাত্র নিখোঁজ হয়।

 

নিখোঁজের পিতা সুলতান আহাম্মেদ জানান, আমার ছেলে বৃহস্পতিবার সকালে তোলারাম কলেজে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক স্থানে কোঁজাখুজি করে আমার ছেলের কোন হদিস না পেয়ে এ ব্যাপারে আমি নিখোঁজ জিডি এন্ট্রি করি। জিডি পেয়ে পুলিশ নিখোঁজ কলেজ ছাত্রের সন্ধান পাওয়ার জন্য উদ্ধার অভিযান অব্যহত রয়েছে।