সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান মাদকসহ ছয়জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলো- মো. মজিবর রহমান (৫০), বিল্লাল (২৫), মো. আক্তার ওরফে কানা আক্তার (৪৩), রিয়েল (২২), মো. জলিল (২৮) ও মো. বাবু (২২)।
তাদের কাছ থেকে উদ্ধারকৃত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ছয় হাজার পিছ ইয়াবা ট্যাবলেট ও তিনশত গ্রাম ওজনের তিন হাজার পুরিয়া হেরোইন।
সোমবার (২১ আগষ্ট) ভোর রাত থেকে বেলা ১১টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম মিজমিজি ও শুমিলপাড়াসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ইয়াবা ও হেরোইনসহ তাদের গ্রেপ্তার করেন।
মাদক উদ্ধার ও গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, গ্রেপ্তারকৃতদের একটি বিশাল চক্র রয়েছে।
প্রথমে একজনকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে অন্যদের গ্রেপ্তার করা হয়। এ চক্রের বাকী সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।