নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২২ ডিসেম্বর ২০২৪

বন্দরে ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক কারবারি শাওন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২২, ১৮ আগস্ট ২০২৩

বন্দরে ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক কারবারি শাওন গ্রেপ্তার

বন্দরে ৭ বোতল ফেন্সিডিল ও ১ কেঁজি গাঁজাসহ শাওন (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃত মাদক কারবারি শাওন বন্দর থানার  ফুলহরস্থ সারেংশাবাগ এলাক্রা আব্দুল সালাম মিয়ার ছেলে। এর আগে শুক্রবার (১৮ আগস্ট) রাত পৌনে ৩টায় বন্দর থানার ২৭নং ওয়ার্ডের শাহেনসারবাগস্থ শিল্পী বেগমের চৌ-চালা টিনের ঘরে মধ্যে তল্লাশী চালিয়ে উল্লেখিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্ত্রা করতে সক্ষম হয় পুলিশ।

 

মাদক উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক সাইফুল আলম পাটুয়ারী বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩১(৮)২৩। থানার তথ্য সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী শাওন র্দীঘ দিন ধরে বন্দর থানার ২৭নং ওয়ার্ডের বিভিন্ন পাড়ামহল্লায় অবাধে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদক ব্যবসা চালিয়ে আসছে। শুক্রবার রাত পৌনে ৩টায় বন্দর থানার এসআই সাইফুল পাটোয়ারীসহ সঙ্গীয় র্ফোস উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ মাদক কারবারি শাওনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।