নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৫ ডিসেম্বর ২০২৪

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোকন, সাধারণ সম্পাদক আলমগীর

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৬:৪০, ২৫ জুলাই ২০২৩

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোকন, সাধারণ সম্পাদক আলমগীর

মো. ইমন হাসান খোকনকে সভাপতি ও মো. আলমগীর হোসেন খানকে সাধারণ সম্পাদক করে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।


মঙ্গলবার (২৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।


বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে, আগামী তিন বছরের জন্য রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে । আর আগামী ৩০ সেপ্টেম্বর এর মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া প্রদান করা হয়।