নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২২ নভেম্বর ২০২৪

সোনারগাঁয়ে বিপুল পরিমাণ চোরাই মোবাইলসহ চোরাকারবারী চক্রের মূলহোতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:৩৭, ১৪ জুলাই ২০২৩

সোনারগাঁয়ে বিপুল পরিমাণ চোরাই মোবাইলসহ চোরাকারবারী চক্রের মূলহোতা গ্রেপ্তার

সোনারগাঁয়ে ১০২টি বিভিন্ন ব্রান্ড ও মডেলের চোরাই মোবাইলসহ মোবাইল চোরাকারবারী চক্রের মূলহোতা মো. রাসেল (৩০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। গ্রেপ্তারকৃত মো. রাসেল চাঁদপুর জেলার সদর থানার গুলিশা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। 


শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর  সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে ১০২ টি বিভিন্ন ব্রান্ড ও মডেলের চোরাই মোবাইলফোনসহ মো. রাসেলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


তিরি আরও জানান, গ্রেপ্তারকৃত রাসেল দীর্ঘদিন যাবৎ ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা হতে চোরাই ও ছিনতাইকৃত মোবাইলফোন নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করে আসছে। চোরাই ও ছিনতাইকৃত মোবাইল ক্রয় বিক্রয়ের জন্য নারায়ণগঞ্জে একাধিক পয়েন্টে বেশ কয়েকটি সিন্ডিকেট রয়েছে তার।