নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪

কাশিপুর ইউনিয়ন পরিষদের জন্ম-মৃত্যু নিবন্ধন ষ্টাক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৩, ২৫ জুন ২০২৩

কাশিপুর ইউনিয়ন পরিষদের জন্ম-মৃত্যু নিবন্ধন ষ্টাক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত 

সরকারের নীতিমালা অনুযায়ী জন্ম-মৃত্যু নিবন্ধন পরিপূর্ণ অনলাইনে আওতায় আনার লক্ষ্যে করছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

 

প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের সার্বিক সহযোগিতা নিয়ে স্বচ্ছ ভাবে জন্ম-মৃত্যু নিবন্ধন অনলাইনের আওতায় আনার সফলতা আনতে সক্ষম হয়েছে। 

 

রোববার (২৫ জুন) দুুপুরে কাশীপুর ইউনিয়ন জন্ম-মৃত্যু নিবন্ধন ষ্টাক ফোর্স কমিটির আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। 

 

কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ আনোয়ার হোসাইন। 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফুল, শিক্ষা বিষয়ক সম্পাদক হুমায়ন কবির রতন, কাশিপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, কাশিপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, এমদাদুল হক খোকা, জাকির হোসেন ডালিম শিকদার, জিসান হায়দার উজ্জল, মেছবাউর রহমান পলাশ, সুলতানা রাজিয়া, তাসলিমা আক্তার, এড. মরিয়ম আক্তার, সচিব আওলাদ হোসেন প্রমুখ। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি আনোয়ার হোসাইন বলেন, সরকারের নীতিমালা অনুযায়ী জন্ম নিবন্ধন অনলাইনে আওতায় আনতে সক্ষম হয়েছে। মৃত্যু নিবন্ধন অনলাইনের আওতায় আনার জন্য কাজ করতে বাড়ি বাড়ি গিয়ে তাগিদ দিতে হবে।

 

কবরস্থান কমিটির সাথে আলোচনা করে তালিকা তৈরি করে অনলাইনের আওতায় আনতে হবে। ইউনিয়নের মেম্বার সহ গ্রাম পুলিশদের নিয়ে সচিবকে কাজ করতে আহবান করেন। 

 

এসময় তিনি কাশিপুর ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণে জোড়ালো তাগিদ দেন। যত দ্রুত সম্ভব নতুন ভবনের কাজ করতে চেয়ারম্যান এর খোলামেলা কথা বলেন। পরে তিনি ইউনিয়ন পরিষদের জমি কতটুকু রয়েছে তা পরিদর্শন করেন।