নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৯ জানুয়ারি ২০২৫

ফতুল্লায় অভাবের তাড়নায় যুবকের আত্নহত্যা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪৯, ২২ জুন ২০২৩

ফতুল্লায় অভাবের তাড়নায় যুবকের আত্নহত্যা

ফতুল্লায় অভাবের তাড়নায় স্ত্রীর ওড়না পেঁচিয়ে আম গাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে স্বামী  মিল্টন বিশ্বাস (৪১)।

 

এ ঘটনায় নিহতের স্ত্রী আরতি রানী বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।


ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর রাতে ফতুল্লা মডেল থানার পশ্চিম তল্লার সরাফত উল্লার ভাড়াটিয়া বাসায়। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়।


মামলায় উল্লেখ্য করা হয়, সংসারে প্রায় সময় অভাব অনটন লেগে থাকতো। এবং সংসার পরিচালনায় বেশ কিছু টাকা দেনা হয়ে পরে। এ নিয়ে প্রায় সময় হতাশ থাকতো এবং মানষিক ভাবে ভেঙ্গে পরেছিলো। 


বুধবার (২১ জুন) রাত সাড়ে ১১ টার দিকে বাদী আরতী রানী  ও  তার স্বামী নিহত মিল্টন বিশ্বাস রাতের খাবার খেয়ে এক সাথে ঘুমিয়ে পরে। ভোর রাত সোয়া চারটার দিকে বাদী ঘুম থেকে উঠে দেখে নিহতের স্বামী বিছানায় এবং রুমে ও নেই। 


বাড়ির বাইরে খোঁজ করতে গিয়ে দেখতে পায় পুকুর পাড়ে থাকা আম গাছের ডালের সাথে গলায় ওড়না পেঁচানো নিহতের ঝুলন্ত দেহ।


ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সৈয়দ আজিজুল হক জানান, অভাব-অনটনে হতাশার থেকে মিল্টন আত্নহত্যা করেছে। সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নিয়ে যায়।  এ বিষয়ে নিহতর স্ত্রী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।