নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৫ নভেম্বর ২০২৪

বন্দরে ৮ ডাকাতকে রিমান্ড শেষে আদালতে প্রেরণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:১২, ২৪ মে ২০২৩

বন্দরে ৮ ডাকাতকে রিমান্ড শেষে আদালতে প্রেরণ

ডাকাতি প্রস্তুতিকালে বন্দরে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তারকৃত ৮ ডাকাতকে ১ দিনের রিমান্ড শেষে ফের আদালতে প্রেরণ করেছে পুলিশ। বুধবার (২৪ মে) দুপুরে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তাদেরকে পুনরায় আদালতে প্রেরন করা হয়।

 

এ ঘটনায় গত মঙ্গলবার (১৬ মে) দুপুরে মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর থানার এসআই শওকত আলী গ্রেপ্তারকৃত ৮ ডাকাতকে ৫দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করে। পরে বিজ্ঞ  আদালত গত মঙ্গলবার (২৩ মে) গ্রেপ্তারকৃত ৮ ডাকাতকে জিজ্ঞাসাবাদের জন্য ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

এর আগে মঙ্গলবার (১৬ মে) রাত সাড়ে ৩টায় বন্দর থানার নবীগঞ্জ কদমতলীস্থ স্বাধীনতা রাজ গার্মেন্টস ফ্যাক্টরী সামনে জনৈক শাহনেওয়াজ মিয়ার ভাড়াকৃত বাড়ি দক্ষিন প¦ার্শের রুমে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসস্ত্রসহ এদেরকে গ্রেপ্তার করা হয়। যার মামলা নং- ৩৪(৫)২৩ ধারা- ৩৯৯/ ৪০২ পেনাল কোড-১৮৬০।


রিমান্ডপ্রাপ্ত  ডাকাতরা হলো বন্দর থানার নবীগঞ্জস্থ বেলী বেগমের বাড়ি ভাড়াটিয়া উক্ত এলাকার মানিক মিয়ার ছেলে মনির হোসেন (৩৫) একই থানার নবীগঞ্জ কদমতলী এলাকার সেরু মিয়ার ছেলে আলম (৩০) একই এলাকার ফকির মিয়ার ছেলে সিদ্দিক (২৫) বন্দর শাহীমসজিদ এলাকার মনির হোসেন মিয়ার ছেলে মেহেদী হাসান মানিক (২০) নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে দীপক (৩০) একই এলাকার হরমুজ আলী মিয়ার ছেলে ভাষানী (৩৫) কাইতাখালি এলাকার হাবিবুর সিকদারের ছেলে দিপু (২৮) কাইতাখালি কবরস্থান রোড এলাকার তারা মিয়ার ছেলে রাজিব (২৬)। পলাতক আসামী কাটা সিফাত বন্দর শাহীমসজিদ এলাকার মাদক ব্যবসায়ী শাহীন মিয়ার ছেলে।

 

এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই শওকত আলী গনমাধ্যমকে জানিয়েছে, রিমান্ডে ডাকাত দল গুরুত্বপূর্ন তথ্য প্রদান করেছে। মামলার তদন্ত স্বার্থে এখন কোন তথ্য দিতে পারছি না।


উল্লেখ্য, গত মঙ্গলবার (১৬ মে) রাত সাড়ে ৩টায়  বন্দর থানার এসআই আহাদুজ্জামানসহ সঙ্গীয় র্ফোস বন্দর থানার ৭২১ নং জিডি মূলে  বন্দর থানা এলাকায় কিলো-৪ নাইট ডিউটি করা কালে বন্দর থানার নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান কালে লোক মারফতে জানতে পারে ডাকাত দল ডাকাতির করার উদ্দেশ্যে বন্দর থানার নবীগঞ্জ কদমতলীস্থ স্বাধীনতা রাজ গার্মেন্টস ফ্যাক্টরী সামনে জনৈক শাহনেওয়াজ মিয়ার ভাড়াকৃত বাড়ি সামনে থেকে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্রসস্ত্রসহ অবস্থান করছে।

 

প্রাপ্ত সংবাদটি উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করে দ্রুত ঘটনাস্থলে রওনা হয়। ওই সময় ডাকাত দল পুলিশের উপস্থিতি  প্রেরণটর পেয়ে উল্লেখিত রুম থেকে পালানোর চেষ্টা কালে পুলিশ গ্রেপ্তারকৃত ৮ ডাকাতের কাছ থেকে ১টি বাটসহ  ৩৮ ইঞ্চি লম্বা মাথা বাকানো লোহার তৈরি রামদা, ১টি  ১৪ ইঞ্চি লম্বা সুইচ গিয়ার চাক্কু, ১টি লোহার তৈরি ছোরা, ১টি ১৫ ইঞ্চি লম্বা লোহার তৈরি চাপাতি, ১টি কাঠের বাটযুক্ত ২৬ ইঞ্চি লম্বা লোহার তৈরি টেংগী ও ১টি লোহার তৈরি ১২ ইঞ্চি ও অপরটি ১৪ ইঞ্চি লম্বা লোহার তৈরি রেঞ্জ উদ্ধার করতে সক্ষম হয়। দেশীয় অস্ত্রসস্ত্রসহ উল্লেখিত ৮ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও কৌশলে পালিয়ে গেছে আরো এক ডাকাত।