নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪

মান্নানের মুক্তির দাবিতে বৈদ্যের বাজার ইউনিয়ন বিএনপির বিক্ষোভ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৪, ২১ মে ২০২৩

মান্নানের মুক্তির দাবিতে বৈদ্যের বাজার ইউনিয়ন বিএনপির বিক্ষোভ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপি'র সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ ৬ নেতাকে কারাগারে প্রেরণের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈদ্যের বাজার ইউনিয়ন বিএনপি।


রবিবার (২১ মে) বিকেল বৈদ্যের বাজার ইউনিয়নে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করে।


এ সময়ে বিক্ষোভ মিছিল থেকে বৈদ্যের বাজার ইউনিয়ন বিএনপি'র নেতা-কর্মীরা কারাবন্দী সোনারগাঁ উপজেলা বিএনপি'র সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক হাজ্বী মোশারফ হোসেন, সোনারগাঁ পৌর বিএনপি সভাপতি হাজ্বী শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব কাউন্সিল, সোনারগাঁ পৌর ছাত্রদলের সদস্য সচিব সাজ্জাদ হোসাইন তানজিল ও জামপুর ইউনিয়ন বিএনপি নেতা শাহআলমসহ ৬ নেতাকর্মীর মুক্তির দাবিতে স্লোগান দেন।


বৈদ্যের বাজার ইউনিয়ন বিএনপি'র সভাপতি তাজুল ইসলাম সরকারের নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন বৈদ্দ্যেরবাজার ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ- সভাপতি আবুল হোসেন, আফজাল, সাংগঠনিক সম্পাদক মো.  মোস্তাফিজুর রহমান, দেলোওয়ার মেম্বার, রবিউল ইসলাম, বিল্লাল হোসেন, আকবর, নবী প্রধান যুবদল নেতা হাবিবুর, আমজাদ, সবজল, মাহফুজ, আমিনুল, ছাত্রদল নেতা জীবন, ইমন প্রধানসহ অঙ্গসংগঠন নেতৃবৃন্দ।