মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের আহ্বায়ক কমিটির উদ্দ্যোগে গাড়ি বহর নিয়ে শোডাউন ও বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে।
সোমবার (১ মে) বেলা ১১ টায় আদমজী নতুন বাজার এলাকাস্থ শ্রমিক লীগের কার্যালয় থেকে আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সদস্য সচিব মো. সাদ্দাম হোসেনের নেতৃত্বে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়।
এসময় নেতাকর্মীদের নিয়ে প্রায় চল্লিশটি ট্রাকে করে ডাক-ঢোল বাজিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন মূলক কার্যক্রমের শ্লোগান দিয়ে ও শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি জানিয়ে গাড়ি বহরটি আদমজী এলাকা থেকে শুরু করে শিমরাইল মোড় হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড ও শহরের চাষাড়া মোড় হয়ে আদমজী এসে সংক্ষিপ্ত বক্তব্য এবং র্যালির মাধ্যমে শেষ হয়।
র্যালিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের ১ম যুগ্ম আহবায়ক মোঃ ইলিয়াছ মোল্লা, যুগ্ম আহবায়ক রহিম মুন্সি, সালাউদ্দিন সালু, হযরত আলী মাষ্টার, সদস্য মোঃ সোহেল বেপারী, শেখ পারভেজ হোসেন জিতু, মো: মানিক সরকার, সিরাজুল ইসলাম কবি, মোঃ শাহআলম, মো: মেহেদী হাসান বিপ্লব, মোঃ হারিস আহমেদ মাসুদ, মো: আব্দুর রহমান নয়ন, চম্পা ভূইয়া, মো: আকাশ বেপারি, মোঃ শাকিল প্রধান, নিলয় মোল্লা প্রমুখ।
এসময় র্যালিতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন শ্রমিক সংগঠনের অসংখ্য নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।