নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৮ জানুয়ারি ২০২৫

আড়াইহাজারে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪৩, ১৯ এপ্রিল ২০২৩

আড়াইহাজারে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পূর্ব শত্রুতার জেরে এক বাড়ীতে হামলা করা হয়েছে। হামলায় বাবা, মা, মেয়েসহ ৩ জন আহত হয়েছেন।

 

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া বুরুমদীপাড়া গ্রামে। আহতরা আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

অভিযোগের সূত্রে জানা যায় যে, ওই গ্রামের মানিক মিয়ার বাড়ীতে পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের রিপন মিয়া, নবীহোসেন গং অতর্কিত ভাবে হামলা করে গৃহকর্তা মানিক মিয়া (৫৫) তার স্ত্রী হোসনেয়ারা বেগম (৪৫) এবং তাদের বিবাহযোগ্য মেয়ে মোসাঃ সুমি আক্তার (২২) কে পিটিয়ে আহত করে এবং তাদের ঘরে থাকা নগদ ১ লাখ টাকা ও স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল লুটে নেয়।

 

এ ব্যাপারে মানিক মিয়া বাদী হয়ে বুধবার আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

আড়াইহাজার থানার এস আই নাহিদ মাসুম অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেণ, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।