নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৪ নভেম্বর ২০২৪

রূপগঞ্জে দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা, ভাংচুর ও লুট

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৫৩, ১৬ এপ্রিল ২০২৩

রূপগঞ্জে দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা, ভাংচুর ও লুট

রূপগঞ্জে দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ী মুনসুর আলী ও তার ভাই মিছির আলীর বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে সন্ত্রাসী আকবর বাদশা (৩৫), কুত্তা শ্রাবন (১৮), চোর মেহেদী (২২) সহ তাদের সহযোগী সন্ত্রাসীদের বিরুদ্ধে।

 

ভুক্তভোগীদের অভিযোগ সন্ত্রাসীরা এসময় ব্যাপক ক্ষতিসাধনসহ প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটে তারাবো দক্ষিনপাড়া এলাকায়। পরে ‘৯৯৯’ ফোন দিলে রূপগঞ্জ থানার পুলিশ আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় মো. মুনসুর আলী থানায় অভিযোগ দায়ের করে বিপাকে রয়েছে। সন্ত্রাসীদের অব্যাহত হুমকিতে আতংকে পরিবার পরিজনদের নিয়ে দিনাতিপাত করছেন তারা।  


অভিযোগ সূত্রে জানাগেছে, সন্ত্রাসী চাঁদাবাজ আকবর বাদশা (৩৫), কুত্তা শ্রাবন (১৮), চোর মেহেদী (২২) তারাবো দক্ষিনপাড়া এলাকার মো. মুনসুর আলীর কাছে বেশ কিছুদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অস্বীকার করায় গত শুক্রবার বিকেলে  চাঁদাবাজরা তাদের সহযোগী আলামিন (২৭), সুমন (২৫), সোহেল (৩০), রুবেল (২২), বিল্লাল (১৯) ও বাধন (১৮) সহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মুনসুর আলীর বাড়িতে গিয়ে হামলা চালায়।

 

এসময় আকবর বাদশার হুকুমে সন্ত্রাসীরা ঘরের জানালার থাইগ্লাস কুপিয়ে ও ভাংচুর করে ভিতরে প্রবেশ করে। পরে রুমে থাকা ফ্রিজ, শোকেজসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে এবং ওয়ারড্রপের ড্রয়ারের তালা ভেঙ্গে ২ভরি ওজনের স্বর্ণের হাতের ২টি রুলি, ১ ভরি ৪ আনা ওজনের স্বর্ণের চেইন, ১২ আনা ওজনের ২টি স্বর্ণের আংটি লুট করে নিয়ে যায়। যাহার মূল্য প্রায়  তিন লাখ ষাট হাজার টাকা।  


এ সময় আলামিন (২৭), সুমন (২৫), সোহেল মনসুর আলীর মৃত বড় ভাই মিছির আলীর ঘরে প্রবেশ করে ওয়াল সোকেশ, ড্রেসিংটেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে এক লাখ টাকার ক্ষতিসাধন করে। এবং মেহেদী রুমে থাকা ওয়াল সোকেজের ড্রয়ারের তালা ভেঙ্গে ১৩ আনা ওজনের স্বর্ণের একজোড়া ঝুমকা, ১০ আনা ওজনের স্বর্ণের ১টি চেইন, ৮ আনা ওজনের স্বর্ণের ১টি আংটি, যাহাদের ওজন মোট ১৬রি ১৫ আনা, যাহার মূল্য এক লাখ ষাট হাজার টাকা লুট করে নিয়ে যায়।


ঘটনাস্থলে যাওয়া রূপগঞ্জ থানার কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) অর্পন বিশ^াস জানান, ‘৯৯৯’ এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়েছি তবে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। ভাংচুর ও হামলার বিষয়টি তদন্তনাধীন। বিস্তারিত পরে বলা যাবে।