নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৫ নভেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে জামাত-বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক লীগের বিক্ষোভ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:০২, ১০ ডিসেম্বর ২০২২

সিদ্ধিরগঞ্জে জামাত-বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক লীগের বিক্ষোভ

১০ ডিসেম্বর স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী, আগুন সন্ত্রাস ও জামাত-বিএনপির জ্বালাও পোড়াও এবং নৈরাজ্যের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমকি লীগের উদ্যাগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।


শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমকিলীগের সদস্য সচিব মো. সাদ্দাম হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শ্রমিকলীগের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে আদমজী ইপিজেডের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা ইপিজেডের প্রধান ফটকের সামনে গিয়ে বক্তব্য রাখেন।


এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাতীয় শ্রমকি লীগের ট্রেড ইউনিয়ন সম্পাদক মো: ফিরোজ আহম্মেদ, শ্রমিক লীগ নেতা আবুল কালাম আবু, সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের ১ম যুগ্ম আহবায়ক ইলিয়াছ মোল্লা।


বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচীতে আদমজী আঞ্চলিক শ্রমকিলীগের সদস্য সচিব মো: সাদ্দাম হোসেন বলেন, আবারও সেই জামাত-বিএনপি বাংলাদেশে আগুন সন্ত্রাস করতে চায়। ২০১৩ সালে এই বিএনপি জামাত গাড়ীতে- অফিসে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে।

 

তাঁরা আবারও নতুন করে ঢাকায় সম্মেলনের নামে নৈরাজ্য সৃষ্টি করে মানুষকে পুড়িয়ে মারার পায়তারা করছে। তারা নাকি এই সম্মেলনের মাধ্যমে আন্দোলন করে সরকারের পতন ঘটানোর চিন্তা করছে। সাদ্দাম হোসেন বলেন আমি বলতে চাই তাঁদের এই স্বপ্ন কোনদিন পূরণ হবে না।

 

কারণ তারা একটি সন্ত্রাসী দল। তারা যদি রাজপথে আবারও আন্দোলন করতে চায় তাহলে আমরা শ্রমিকলীগ রাজপথে থেকে তাদের প্রতিহত করবো। আমরা সবসময় প্রস্তুত আছি ইনশাআল্লাহ।


এসময় আরও উপস্থিত ছিলেন, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সদস্য সোহেল মোল্লা, শেখ পারভেজ হোসেন জিতু, মেহেদী হাসান বিপ্লব, কবি সিরাজ, শাহআলম, আব্দুর রহমান নয়ন, আলমগীর হোসেন, মাসুদ, মিন্টু, উজ্জল, শাকিল প্রধান, নিলয় মোল্লা, মহিলা নেত্রী চম্পা ভূইয়া ও মৌসুমি আক্তার প্রমূখ।