সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকায় নকশার বহির্ভূত ভবন নির্মাণ করার অভিযোগে দুটি বাড়ির বর্ধিত অংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক ।
এ সময় চার বাড়ির মালিককে অনিয়মের অভিযোগে ১১ লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (৬ ডিসেম্বর ) দুপুরে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াহ ইয়া খান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াহইয়া খান বলেন, নকশা বহির্ভূত ভবন নির্মান করা সম্পূর্ণ বেআইনি । তাই আমরা তাদের বর্ধিত অংশ ভেঙে দিয়েছি।
এছাড়াও বাড়ীর মালিক শাহাদাত হোসেনকে দুই লক্ষ টাকা, সমিতি বিল্ডিং এর কর্তৃপক্ষকে তিন লক্ষ টাকা, নাছির উদ্দিন নামে এক বাড়ির মালিককে চার লক্ষ টাকা জরিমানা এবং আনিসুর রহমানকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, যদি তারা ভবিষ্যতে আবার একই ধরনের অপরাধ করেন, তাহলে তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।