নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৫ নভেম্বর ২০২৪

বন্দরে বিদ্যুৎস্পৃষ্টে ক্রেন চালকসহ নিহত ২

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০২:৫১, ৩১ অক্টোবর ২০২২

বন্দরে বিদ্যুৎস্পৃষ্টে ক্রেন চালকসহ নিহত ২

নারায়ণগঞ্জের বন্দরে ক্রেনের মেরামত কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ক্রেন চালকসহ ২ শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলো ক্রেন চালক রাসেল (২৮) ও সহকারি মো. ফাহিম (২১)। রোববার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বন্দর উপজেলার কেওঢালাস্থ হক ব্রাদার্স নামক এক প্রতিষ্ঠনে এ দূর্ঘটনাটি ঘটে। নিহদের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম থানার খিলা বাজার এলাকায়। 


নিহতদের সহকর্মী সুমন জানায়, ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় গড়ে উঠে ক্রেন মেরামতকারি প্রতিষ্ঠান হক ব্রাদার্সের অঙ্গ প্রতিষ্ঠান।  প্রতিদিনের ন্যায় রোববার সকালে ক্রেন মেরামত কাজ চলছিল। ওই সময় অসাবধানোতা বসত ক্রেন উপর দিকে উঠালে হঠাৎ বিদ্যুতের সাথে জড়িয়ে পরলে ঘটনাস্থলেই ক্রেন চালক রাসেল ও সহকারি ফাহিম বিদ্যুৎস্পৃষ্টে মারাত্মক ভাবে আহত হয়। 


তাদের মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে। এ ব্যাপারে বন্দর থানার পুলিশ পরিদর্শক (অপরেশন) মো. তছলিম উদ্দিন জানান, বিদ্যুৎস্পৃষ্টে ক্রেন চালকসহ ২ জন নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে। 


ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনর্চাজ পুলিশ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরাদেহ ময়না তদন্ত করার জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা করা হয়েছে।