নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৪ নভেম্বর ২০২৪

২৩নং ওয়ার্ডে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৫:২৯, ২৩ আগস্ট ২০২২

২৩নং ওয়ার্ডে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা  

বন্দরে ২৩নং ওয়ার্ড আ’লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামীলীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

 

সোমবার ২২আগষ্ট বাদ মাগরিব ২৩নং ওয়ার্ডস্থ কবিলের মোড় আ’লীগ অফিস প্রাঙ্গনে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা।


প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির মৃধা বলেন,২০০৪ সালের ২১শে আগস্ট নারকীয় হত্যাকান্ডে নিহত শহিদদের প্রতি শ্রদ্ধা জানাই। বেগম আইভি রহমানসহ নিহত ২৪ জন নেতাকর্মীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

 

২১শে আগস্টের ঘটনাপ্রবাহের কালো থাবা বাংলাদেশের রাজনীতিকে আরেকবার বিভক্ত করেছে। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আইনের শাসনের যে নজির স্থাপিত হয়েছে বাংলাদেশের মানুষ তা যুগে যুগে স্মরণ করবে বলে আমি মনে করি। নারায়ণগঞ্জের গনমানুষের নেতা এমপি শামীম ভাইয়ের নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবিলায় আমরা ঐক্যবদ্ধ আছি।  


আ’লীগ নেতা কুদ্দুছ মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান কমল,কদম রসুল পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন,পৌর যুবলীগ নেতা ফারুক প্রধান,স্বেচ্ছাসেবক লীগ নেতা মুক্তার হোসেন ,হাবিবুর রহমান হাবিব,জিয়াউল হাসান বাবু,মোঃ সালাউদ্দিন,আমান মিয়া,আ’লীগ নেতা রহমান,ছাত্রলীগ নেতা পিয়াস মৃধা,উজ্জল হোসেন,অনাবিল দাস নির্জর, হাবিব,জাকির,রাব্বি,অন্তর,আল আমিন সরকার,শহীদ প্রমূখ।
পরিশেষে পরিচালনা করেন বাগবাড়ি বায়তুল আকসা জামে মসজিদের পেশ ঈমাম ও খতিব মাওলানা মোহাম্মদ আবু সালেহ।