জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১নং ওয়ার্ড জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও গরিব দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ আগষ্ট) বিকেলে মুজিববাগ এলাকায় মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি আব্দুল বারেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও আদমজী আঞ্চলিক শ্রমিক লীগ সহ-সভাপতি হাজী আনোয়ার ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক।
এছাড়াও উপস্থিত ছিলেন- আলহাজ্ব কবির হোসেন সহ-সভাপতি আদমজী আঞ্চলিক শ্রমিক লীগ, দেলোয়ার হোসেন দুলাল যুগ্মসাধারণ সম্পাদক আদমজী আঞ্চলিক শ্রমিক লীগ, ফারুক হোসেন সহ-সাধারণ সম্পাদক আঞ্চলিক শ্রমিক লীগ, রেজাউল সহসাধারণ সম্পাদক আঞ্চলিক শ্রমিক লীগ, মো. সিরাজুল ইসলাম সহ সভাপতি ১ নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগ, মোহাম্মদ আমজাদ হোসেন সম্পাদক ১ নং ওয়ার্ড শ্রমিক লীগ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাংগঠনিক সম্পাদক ১ নং ওয়ার্ড শ্রমিক লীগ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা মো. ফারুক হোসেন। আওয়ামী মটর চালক লীগ নেতা মো. সুমনসহ প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব পরিবারে সেই ভয়াল কাল রাতে নৃশংসভাবে ভাবে হত্যা করা হয়। ভাগ্যক্রমে বেঁচে যান আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু না হলে সোনার বাংলা হত না আর শেখ হাসিনা না হলে বিশ্ববাজারে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে পারত না।