নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৩ নভেম্বর ২০২৪

ফতুল্লায় প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এর অভিযোগ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০২:৪০, ২১ জুলাই ২০২২

ফতুল্লায় প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এর অভিযোগ 

ফতুল্লায় বিডিআর (পরিবর্তিত নাম বিজিবি) সদস্য পরিচয় দিয়ে সাবেক এক বিডিআর সদস্যের  বিরুদ্ধে অর্থ আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে৷

 

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা পদে অভিযোগকারীর বোনকে চাকুরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে দক্ষিণ সস্তাপুরের মিঠুন বৈরাগী নামক ব্যক্তির নিকট হতে পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন রাফিউর, এমনটাই ফতুল্লা থানায়  লিখিত অভিযোগে উল্লেখ করেছেন অভিযোগকারী।

 

অভিযুক্ত সাবেক বিডিআর সদস্য রাফিউল হক ফতুল্লা থানার পাঠানটুলীর মোঃ মিজানুর রহমানের পুত্র।


মিঠুনের করা অভিযোগ সূত্রে জানা যায়, ফতুল্লার একটি গার্মেন্টে একসাথে কাজ করার সুবাদে রাফিউলের সাথে তার পরিচয় হয়৷ রাফিউল নিজেকে অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য (পরিবর্তিত নাম বিজিবি) পরিচয় দিয়ে বিভিন্ন উপরমহলে যোগাযোগ থাকার কথা প্রচার করে বেড়ান। এমনকি জনপ্রতি এক লক্ষ টাকা পেলে চলতি বছরেই প্রাথমিক স্কুল শিক্ষক হিসেবে নিয়োগ পাইয়ে দিতে পারবেন বলে আশ্বাস দেন। 


তার কথায় আশ্বস্ত হয়ে মিঠুন বোন মল্লিকা বৈরাগীর চাকুরির জন্য রাফিউলকে এই বছরের ১৭ মে থেকে ৩০ জুন অবধি কয়েক দফায় পঞ্চাশ হাজার টাকা দেন৷ 


পরবর্তীতে এই বছর প্রাথমিক বিদ্যালয়ে মিঠুনের বোনের চাকুরি হবে না জানিয়ে অন্যান্য সরকারি দপ্তরে চাকুরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে রাফিউল আরো অর্থ দাবি করতে থাকেন৷ গত ১৯ জুলাই বিবাদী বাদীর মোবাইলে কল করে আরো পঞ্চাশ হাজার টাকা দাবি করলে মিঠুন টাকা দিতে অস্বীকৃতি জানান ও পূর্বে দেওয়া টাকা ফেরত চান৷ 


এতে রাফিউল উত্তেজিত হয়ে মিঠুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও প্রাণনাশের হুমকি দেন৷ পাশাপাশি বিবাদীর বোনের ছবি অশ্লীল ছবির সাথে সংযুক্ত করে অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন৷