নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৩ নভেম্বর ২০২৪

জমে উঠেছে জালকুড়ি উওরপাড়ার কোরবানির পশুর হাট 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০২:১৪, ৮ জুলাই ২০২২

জমে উঠেছে জালকুড়ি উওরপাড়ার কোরবানির পশুর হাট 

আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ। কোরবানি আর বাকি মাত্র তিন দিন। এরই মধ্যে বেচাকেনায় জমে উঠছে সিদ্ধিরগঞ্জের  ঐতিহ্যবাহী জালকুড়ি উওরপাড়া বালুর মাঠের কোরবানির পশুর হাট। জেলার বিভিন্নস্থান থেকে এখনো গাড়ি যোগে কোরবানির গরু আসছে হাট। 


সরেজমিনে পশুর হাট ঘুরে দেখা গেছে, কোরবানির পশুর হাটে বেড়েছে ক্রেতা সমাগম। কোরবানির পশুর হাটে মাঝারি সাইজের এক একটি গরু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ হাজার এবং বড় সাইজের গরু বিক্রি হচ্ছে ১ লাখ থেকে ২ লাখ টাকার উপরে। গরুর পাশাপাশি এই হাটে রয়েছে বিভিন্ন প্রজাতির ছাগল ও মহিষ। একেকটি বড় আকারের খাসি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ হাজার টাকায়। 


হাটের  ইজারাদার সালাউদ্দিন আহাম্মেদ বলেন, কোরবানির পশুর হাট ঘিরে আমরা পশু বেচাকেনা নিবিগ্ন করতে সবধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। বিশেষ করে রাতের বেলায় যাতে গরু ছাগল বেচাকেনা করা যায় সেইজন্য লাইটিং এবং অতিরিক্ত কর্মী নিয়োগ দিয়ে নিরাপত্তা জোরদার করেছি। ফলে ক্রেতা বিক্রেতা উভয়ে কোরবানির পশু বেচাকেনা নিয়ে দুচিন্তা মুক্ত থাকেন।
 

সম্পর্কিত বিষয়: