নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৩ নভেম্বর ২০২৪

কোরবানির পশুর হাটগুলোতে বাড়ছে অজ্ঞান ও মলম পার্টির আনাগোনা 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৪:২৬, ৬ জুলাই ২০২২

কোরবানির পশুর হাটগুলোতে বাড়ছে অজ্ঞান ও মলম পার্টির আনাগোনা 

আসন্ন কোরবানী ঈদকে সামনে রেখে বন্দরের বিভিন্ন গরুর হাট গুলোতে অজ্ঞান পার্টি ও মলম পার্টি সদস্যদের আনাগোনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এমন কথা জানিয়েছেন বন্দরে বিভিন্ন গরু হাটের ইজারাদাররা।

 

তারা আরো জানিয়েছেন, ঈদের দিন যতই ঘনিয়ে আসচ্ছে বন্দরে  বিভিন্ন এলাকায় গড়ে উঠা ১৩টি পশুর হাট গুলো ততই জমতে শুরু করেছে। 


ইতিমধ্যে ক্রেতা সাধারনরা কোরবানী পশু ক্রয় করার জন্য বন্দরের বিভিন্ন হাটে প্রবেশ শুরু করে দিয়েছে। এ সুযোগে অজ্ঞান পার্টি ও মলম পার্টির সদস্যরা ক্রতা সেঁজে বন্দরে বিভিন্ন হাট বাজারে


প্রবেশ করে প্রকৃত ক্রতাদেরকে চোখে ধূলা দিয়ে বিভিন্ন কৌশলে অজ্ঞান করে তাদের সাথে থাকা মূল্যবান টাকা পয়সা হাতিয়ে নিয়ে  দ্রুত  উক্ত স্থান ত্যাগ করছে। 


এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা জানিয়েছে,বন্দরে বিভিন্ন পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের র্সাবিক নিরাপত্তাসহ বন্দরে আইন শৃঙ্খলা রক্ষার্থে আমরা পশুর হাট ইজারাদারদের সাথে মত বিনিময় সভা করেছি। পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। এবং বন্দরের গুরুত্বপূর্ন হাট বাজার গুলোতে পুলিশের টহল জোরদার রাখা হয়েছে। 

সম্পর্কিত বিষয়: