নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪

সোনারগাঁয়ে ছামাদ মেম্বারকে টাকার মালা পড়িয়ে আনন্দ মিছিল   

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৩:৫১, ২১ জুন ২০২২

সোনারগাঁয়ে ছামাদ মেম্বারকে টাকার মালা পড়িয়ে আনন্দ মিছিল   

সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডের  তিনবার নির্বাচিত মেম্বার আলহাজ্ব আব্দুছ ছামাদ প্রধানকে ফুল ও টাকার মালা  পড়িয়ে  এলাকা ঘুরে আনন্দ মিছিল করেছেন সমর্থকরা। সোমবার (২০ জুন)  ৯ নং ওয়ার্ডে ঢাকঢোল বাজিয়ে আনন্দ মিসিল করেন। 


স্থানীয় সূত্র জানায়, আষ্টম ধাপের ইউপি নির্বাচনে ১৫ জুন সোনারগাঁও  উপজেলার ১টি ইউনিয়নে ভোটগ্রহণ হয়।  এতে ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ  বাবু স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছে।   


৯টি ওয়ার্ডে নির্বাচিত আলহাজ্ব মেম্বার আব্দুছ ছামাদ প্রধান শেষ বয়সে আবারো  মেম্বার হওয়ায় এলাকার সকলে মিলে গলায় ফুলের ও টাকার মালা পড়িয়ে আনন্দ মিছিল বের করেন তার সমর্থকরা।


ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার আব্দুছ ছামাদ প্রধান বলেন, জনগন আমাকে অনেক ভালোবাসে, এই বৃষ্টির মধ্যেও গ্রামবাসী আনন্দ মিছিলে আমাকে উপহার হিসেবে ফুল দিয়ে মালা বানিয়ে গলায় পড়িয়েছেন। আমি সকলকে ধন্যবাদ জানাই।