নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪

মোগরাপাড়ায় ১৩ দিন অস্ত্র নিয়ে চলাচল ও প্রদর্শন করা যাবেনা 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০২:২৪, ৭ জুন ২০২২

মোগরাপাড়ায় ১৩ দিন অস্ত্র নিয়ে চলাচল ও প্রদর্শন করা যাবেনা 

সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১৩ দিন বৈধ অস্ত্র নিয়ে চলাচল, ব্যবহার, বহন ও প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন। রোববার (৬ জুন) নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এই আদেশ জারি করেন জেলা ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল হাফিজ।


আদেশে বলা হয়, কেউ নির্দেশ লঙ্ঘন করলে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে, এই আদেশ সরকারি কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষায় সম্পৃক্ত সকল বাহিনীর সদস্য, বিভিন্ন সরকারি, আধা সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান এবং স্থাপনা সমূহে নিয়োজিত নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।