শনিবার বিকালে মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এর সাথে তার ঢাকার শ্যামলীস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাত করেন নারী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভানেত্রী রাহিমা আক্তার লিজা।
এ সময় উপদেষ্টা বলেন, দেশ গঠনে দেশের সমস্ত এনজিও গুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। গণতান্ত্রিক, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে উপদেষ্টাগণ প্রধান উপদেষ্টার নেতৃত্বে কাজ করে যাচ্ছে। দেশের মৎস ও প্রানীসম্পদকে রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।
ফরিদা আক্তার বলেন, আয়নাঘরের মতো কোনো নির্যাতনের ঘর যাতে তৈরী না হয়, সেটি নিশ্চিত করতে হবে। আমাদের এখন আনন্দ করার সময় না, আমাদের কাজ হলো গুম হওয়া পরিবারগুলোর কষ্ট লাঘবে তাদেও পাশে দাঁরাব। গুম হওয়া ব্যক্তিদের খোঁজ দেওয়া।
তিনি এ ব্যাপারে এনজিও গুলোর নেতাকর্মীদের সহায়তা করার আহবান জানান। এ সময় নারী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভানেত্রী রাহিমা আক্তার লিজা বিগত দিনের তার সংস্থার বিভিন্ন কার্যক্রম তুলে ধওে বলেন, আমরা সব সময় আপনার পাশে থেকে দেশ ও দেশের মানুষের উন্নয়নে কাজ করে যাবো।