নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৩ জানুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জে ১২ বছরের শিশু আশরাফুল নিখোঁজ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৬:৩৮, ৩০ জুন ২০২৪

সিদ্ধিরগঞ্জে ১২ বছরের শিশু আশরাফুল নিখোঁজ

সিদ্ধিরগঞ্জে ১২ বছর বয়সী মানসিক অসুস্থ শিশু আশরাফুল দুই দিন ধরে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ আশরাফুল সিদ্ধিরগঞ্জের (নাসিক) ১নং ওয়ার্ডস্থ মিজমিজি ক্যালেনপাড় এলাকার মো. ইলিয়াছ এর ছেলে।

এ ঘটনায় শিশুটির মা সাজু বিবি সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং-১৭২৬। ৩০-০৬-২৪ইং।

শিশুটির পরিবার সুত্রে জানাগেছে, গত শুক্রবার  বিকাল ৫ টার দিকে বাসা থেকে বের হওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও আশরাফুল (১২) বাসায় ফেরেনি।

পরে পরিবারের সদস্যরা আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোজাখুজি করা সত্বেও খোঁজ মেলেনি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) শওকত জামিল জানান, আমরা শিশুটির সন্ধানের জন্য চেষ্টা করে যাচ্ছি।

যদি কোন স্ব-হৃদয়বান ব্যক্তি মানসিকভাবে অসুস্থ আশরাফুল শিশুটির কোন খোঁজ পান তাহলে সিদ্ধিরগঞ্জ থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।