সিদ্ধিরগঞ্জে ১২ বছর বয়সী মানসিক অসুস্থ শিশু আশরাফুল দুই দিন ধরে নিখোঁজ রয়েছে।
নিখোঁজ আশরাফুল সিদ্ধিরগঞ্জের (নাসিক) ১নং ওয়ার্ডস্থ মিজমিজি ক্যালেনপাড় এলাকার মো. ইলিয়াছ এর ছেলে।
এ ঘটনায় শিশুটির মা সাজু বিবি সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং-১৭২৬। ৩০-০৬-২৪ইং।
শিশুটির পরিবার সুত্রে জানাগেছে, গত শুক্রবার বিকাল ৫ টার দিকে বাসা থেকে বের হওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও আশরাফুল (১২) বাসায় ফেরেনি।
পরে পরিবারের সদস্যরা আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোজাখুজি করা সত্বেও খোঁজ মেলেনি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) শওকত জামিল জানান, আমরা শিশুটির সন্ধানের জন্য চেষ্টা করে যাচ্ছি।
যদি কোন স্ব-হৃদয়বান ব্যক্তি মানসিকভাবে অসুস্থ আশরাফুল শিশুটির কোন খোঁজ পান তাহলে সিদ্ধিরগঞ্জ থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।