নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২২ এপ্রিল ২০২৫

 আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার নির্বাচিত কমিটির পক্ষে হাইকোর্টের রুল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০৪, ২১ এপ্রিল ২০২৫

 আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার নির্বাচিত কমিটির পক্ষে হাইকোর্টের রুল

বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক, কভার্ডভ্যান, মিনি ট্রাক চালক ইউনিয়নের নারায়ণগঞ্জের পাগলা শাখার (রেজি: নং- বি- ১৬৬৫) কার্যকরি কমিটিকে বৈধ ঘোষণা এবং তা বহাল রাখাসহ কোনো প্রকার হয়রানী না করার আদেশ দিয়েছেন হাইকোর্ট।

নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক জজ মিয়ার দায়েরকৃত একটি রিটে (পিটিশন নং- ৬০০৪/২০২৫) হাইকোর্টের বিজ্ঞ বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদী দ্বয়ের গঠিত দ্বৈত বেঞ্চ গত ১৩ এপ্রিল এই আদেশ প্রদান করেন।

এরআগে কমিটি নিয়ে জলঘোলা করছে একটি পক্ষ। নির্বাচিত কমিটি বাতিল করার প্রচেষ্টাও চালিয়েছে ওই পক্ষটি। 

আদেশ অনুযায়ী বিভাগীয় শ্রম অধিপ্তর, নারায়ণগঞ্জের ডেপুটি ডাইরেক্টরের বরাবর ৩০ দিনের মধ্যে পাগলা শাখার নির্বাচিত কমিটির পক্ষে আইনগত সিদ্ধান্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।

জানা গেছে, ২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক, কভার্ডভ্যান, মিনি ট্রাক চালক ইউনিয়নের নারায়ণগঞ্জের পাগলা শাখার কার্যকরি কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন।

এতে সদস্যদের বিপুল ভোটে শ্রমিক নেতা আবুল হোসেন সভাপতি ও মো. জজ মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচিত এই কমিটির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বলবৎ রয়েছে।  

অভিযোগ উঠেছে, দেশের পট পরিবর্তনের পর পাগলা এলাকার এক শ্রমিক দল নেতা সুযোগ সন্ধানী হয়ে উঠেছে। ওই শ্রমিক দল নেতা ইতিপূর্বে আওয়ামী লীগের সাথে সখ্যতা রেখে চললেও ৫ আগস্টের পর সে শ্রমিক দলের ব্যনার ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তারে মরিয়া হয়ে উঠেছে।

এমনকি বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক, কভার্ডভ্যান, মিনি ট্রাক চালক ইউনিয়নের নারায়ণগঞ্জের পাগলা শাখার (রেজি: নং- বি- ১৬৬৫) নির্বাচিত কার্যকরি কমিটি দখল করতে অযাচিত হস্তক্ষেপ সহ কেন্দ্রীয় কমিটির এক নেতাকে ম্যানেজ করে কলকাঠি নাড়ছে।

নির্বাচিত কমিটি বাতিলের লক্ষ্যে দৌড়ঝাপ চালানো সহ কেন্দ্রীয় এক নেতার মাধ্যমে চিঠিও ইস্যু করিয়েছে। তবে তা গঠনতন্ত্র বিরোধী হওয়ায় বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক, কভার্ডভ্যান, মিনি ট্রাক চালক ইউনিয়নের নারায়ণগঞ্জের পাগলা শাখার (রেজি: নং- বি- ১৬৬৫) পক্ষে সাধারণ সম্পাদক জজ মিয়া হাইকোর্টে রিট পিটিশন মামলা দায়ের করেন।

এর প্রেক্ষিতে হাইকোর্টের বিজ্ঞ বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদী দ্বয়ের গঠিত দ্বৈত বেঞ্চ আবুল হোসেন ও জজ মিয়ার নেতৃত্বাধীন নির্বাচিত কমিটিকে বৈধ ঘোষণা এবং তা বহাল রাখাসহ কোনো প্রকার হয়রানী না করার আদেশ প্রদান করেন।

সাধারণ সম্পাদক জজ মিয়া জানান, মহামান্য হাইকোর্টের এই আদেশ অনুযায়ী আমরা শ্রম মন্ত্রণালয়, শ্রব অধিদপ্তর, ডিভিশনাল লেবার অধিদপ্তর নারায়ণগঞ্জ ও ফতুল্লা মডেল থানায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেছি। 
 

সম্পর্কিত বিষয়: