
নারায়ণগঞ্জ মহানগরীর আদর্শ শিক্ষক ফেডারেশন উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ এপ্রিল বিকাল) ৪ ঘটিকায় মাসদাইর নারায়ণগঞ্জ আদর্শ স্কুল মিলনায়তনে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষক পরিষদ নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় উদ্ভোবনী বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত মাওলানা মোঃ ওমর ফারুক।
ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ঢাকা অঞ্চল দক্ষিণের পরিচালক অধ্যাপক শেখ আব্দুল মালেক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে যে তাকওয়া অর্জন করেছি সে আলোকে আমাদের নিজের জীবন বাস্তবায়নের চেষ্টা করতে হবে। তিনি আরো বলেন, আদর্শ শিক্ষক ফেডারেশনের কাজ ই হচ্ছে আদর্শ শিক্ষক তৈরী করা।
শিক্ষাঙ্গনে নৈতিক অবক্ষয় রোধে আদর্শ শিক্ষকের বিকল্প নেই। বর্তমান শিক্ষক সমাজ তাদের বিভিন্ন অধিকার থেকেঅবহেলিত ও বঞ্চিত। তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে পেতে হলে দেশে ইসলামী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে।
এজন্য যেসব প্রতিষ্ঠানে দাওয়াতি কাজ নেই সেসব প্রতিষ্ঠানে কমিটি করে দাওয়াত সম্প্রসারণ বেগবান করার আহ্বান জানান।
আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ডা. নুরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক পরিষদ নারায়ণগঞ্জ মহানগরীর সিনিয়র সহ -সভাপতি অধ্যক্ষ মাওলানা শাহজাহান মিয়া, আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সদস্য জনাব ফরিদ উদ্দিন আহমদ, হেমায়েত উদ্দিন, জনাব আক্তারুজ্জামান প্রমুখ।