নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৯ মার্চ ২০২৫

আড়াইহাজারে ইউএন ‘র সাথে  সাংবাদিক ইউনিয়ন আড়াইহাজার নেতৃবৃন্দের সাক্ষাৎ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:১০, ১৮ মার্চ ২০২৫

আড়াইহাজারে ইউএন ‘র সাথে  সাংবাদিক ইউনিয়ন আড়াইহাজার নেতৃবৃন্দের সাক্ষাৎ

আড়াইহাজার  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে  শুভেচ্ছা বিনিময় করেছেন  সাংবাদিক ইউনিয়ন আড়াইহাজার এর নেতৃবৃন্দ ও সদস্যগণ । মঙ্গলবার দুপুর ১২টায়  উপজেলা ইউএনওর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। 

এদিন সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ  আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃ এনায়েত হোসেনের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন ।

দুপুর সাড়ে ১২টায় আড়াইহাজার থানায় অফিসার ইনচার্জ এর সাথে  সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন সাংবাদিকরা।

এ সময় উপস্থিত ছিলেন-   সাংবাদিক ইউনিয়ন আড়াইহাজার এর  সভাপতি মাহাবুব মোল্লা,সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন ভূঁইয়া,সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম,সহ-সভাপতি রেজাউল হক কাউসার,সাংগঠনিক সম্পাদক শাহিদুর রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান নাসির,তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক শামীম হাসান,প্রচার ও প্রকাশনা সম্পাদক আপেল মাহমুদ,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ হাবিবুল্লাহ মীর,দপ্তর সম্পাদক সূচক চৌধুরী,কার্যকরী সদস্য মাসুম মিয়া ও সোহেল উপস্থিত ছিলেন।

উপজেেলা নির্বাহী কর্মকর্তা  তার দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সাংবাদিক ইউনিয়ন কে অভিনন্দন জানিয়ে সংগঠনের  সফলতা কামনা করেন।

সাংবাদিকরা ইউএনওকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং তাদের দায়িত্ব পালনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সহযোগিতা কামনা করেন সাংবাদিক বৃন্দ। 

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন  বলেন, এই দেশ ও সমাজটা আমাদের সবার,সাংবাদিকরা, তাদের লেখনীর মাধ্যমে দেশ এবং সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তিনি সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরার জন্য সংবাদকর্মীদের আহ্বান জানান।