
দেশ ও জনগনের অতন্ত্রী প্রহরীদের সম্মানে পবিত্র মাহে রমজান উপলক্ষে নগরীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বাদ আছর নগরীর বন্দর খেয়া ঘাট সংলগ্ন এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় এ মিলাদ ও ইফতার মাহফিল।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে নিহত দেশের সকল মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
এ ছাড়াও অরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল হুদা, সদর উপজেলার সাবেক সভাপতি শাহজাহান ভূইয়া জুলহাস, বীর মুক্তিযোদ্ধা নুরে আলম, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন মেল্লাহ সহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা থেকে মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দগণ।