নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৩ ফেব্রুয়ারি ২০২৫

ভাষা দিবসে এক্স-ক্যাডেট এসো: নারায়ণগঞ্জ ইউনিটির শ্রদ্ধাঞ্জলী

প্রেস বিজ্ঞপ্তি:

প্রকাশিত:২০:১৬, ২২ ফেব্রুয়ারি ২০২৫

ভাষা দিবসে এক্স-ক্যাডেট এসো: নারায়ণগঞ্জ ইউনিটির শ্রদ্ধাঞ্জলী

 ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে  বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন, নারায়ণগঞ্জ ইউনিট ৫২'র ভাষা আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা  নিবেদন করেছে।

সংগঠনের  সভাপতি এক্স ক্যাডেট আন্ডার অফিসার ফারুক আহম্মদ রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এক্স সিইউও মোঃ শাহেদুল হক সুমনের  সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা শেষে চাষাড়া মাধবীলতা প্লাজার সামনে থেকে র‍্যালি শুরু করে বিবি রোড প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পৌছায়। পরবর্তীতে শহীদ মিনারের বেদিতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, প্রাক্তন সভাপতি হাবিবুর রহমান হাবিব,সদ্য ঘোষিত নতুন কার্যকরী কমিটির সভাপতি  ফারুক আহম্মদ রিপন ,  

সাধারণ সম্পাদক  মো : শাহেদুল হক সুমন  , সহ সভাপতি  লিয়াকত আলী ভুইয়া , যুগ্ন সম্পাদক  আসাদুল্লাহ মিনার ,

যুগ্ন সম্পাদক  নুরে আলম , সাংগঠনিক সম্পাদক  মাহাবুবুর রহমান মুকুল , অর্থ সম্পাদক   আবদুল হামিদ ভাসানী , সমাজ কল্যাণ সম্পাদক  আল আমিন  শিবলী , ক্রীড়া সম্পাদক  কাজী শুভ , আপ্যায়ন সম্পাদক  অপু হাওলাদার। এ ছাড়াও আরে উপস্থিত ছিলেন সদস্য  আলিম খন্দকার  , সদস্য  মো : শাওন আহাম্মেদ  , সদস্য জুয়েল হোসেন এবং ক্যাডেট পরিবারের সদস্যগন।

সম্পর্কিত বিষয়: