প্রয়াত উৎসব পরিবহনের গাড়ি চালক মো. চুন্নু মিয়া ও বন্ধন পরিবহনের গাড়ী হেলপার মো. হুমায়ূণ কবিরের দুই পরিবারকে বিশ হাজার টাকা করে অর্থ প্রদান করেছেন নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং ঢাক-২৫৮৪)।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বৃহস্পতিবার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবারের হাতে অর্থ তুলে দেন নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, বিল্লাল হোসেন, লিটন, জাহাঙ্গীর, সফিক, শাহীন ও জুয়েল, জামান প্রমুখ।
এ সময় নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং ঢাক-২৫৮৪) সভাপতি সেলিম হোসেন জানান, বাস টার্মিনালে সকল গাড়ি চালক ও হেলপারদের পাশে আছে থাকবে শ্রমিক ইউনিয়ন।